তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কণ্ঠ অনলাইন পোর্টালে মোক্তারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মোঃ শামসুল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর-আজমতপুর- ইটাখোলা আঞ্চলিক মহা সড়কের চরসিন্দুর ব্রীজ সংলগ্ন মহা সড়কে মোক্তারপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগ নেতা শামসুজ্জামান শেখ, ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য সেলিম শেখ, ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আফজাল হোসেন,
৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এফ এম আতাউর রহমান, ৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনির হোসেন শেখ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুর রহিম শেখ, কামাল আজিজুল প্রমুখ।
সমাবেশে বক্তাগণ, মোক্তারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মোঃ শামসুল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদে প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, গাজীপুর কণ্ঠ অনলাইন পোর্টালে নরসিংদীর ইটাখলা থেকে গাজীপুরের জয়দেবপুর (রাজবাড়ি) পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কপথে সিনএনজি অটোরিকশায় চলছে ব্যাপক চাঁদাবাজি। চরসিন্দুর ব্রিজের দুই পাড়ে অবৈধভাবে বসানো হয়েছে সিএনজি অটোরিকশাস্ট্যান্ড।
এ স্ট্যান্ডে নামে-বেনামে চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন এ সড়কে চলাচলরত অটোচালকরা। শুধু তাই নয়, চরসিন্দুর ব্রিজ থেকে গাজীপুরের জয়দেবপুর সড়কে কোনো অটোরিকশা চলাচল করলে মালিকপক্ষকে রোড পারমিশনের জন্য গুনতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা। অভিযোগ রয়েছে,
এসব টাকা সরাসরি সংগ্রহ করেন কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম মিয়া নামে এক ব্যক্তি। সড়কপথে চাঁদাবাজির কারণে ব্রিজের দুই পাড়ে অটোচালকদের মধ্যে দেখা দিয়েছে চরম উত্তেজনা।